প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন: চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।
২৫ জুলাই(মঙ্গলবার) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, মাছের উৎপাদন, বিপণন, প্রক্রিয়াজাতকরণ, বিদেশে রপ্তানি সবকিছু মিলে দেশের উন্নয়নে, দেশের মানুষের উন্নয়নে, মানুষের স্বাস্থ্যের উন্নয়নে মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম।
বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী,মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি শাহিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান,মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন,মৎস্য উদ্যোক্তা দিদার হোসেন,উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি ওমর আলী প্রধান।
আলোচনা সভা পূর্বক র্যালী, পোনা মাছ অব মুক্ত করুন ও সফল মৎস্য চাষীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী আরও বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। মিঠা পানি ও বদ্ধ জলাশয়ের মাছ উৎপাদনেও ব্যাপক উন্নয়ন হয়েছে।