প্রেসনিউজ২৪ডটকমঃ কামাল হোসেন খধন,মতলব (চাঁদপুর) প্রতিনিধি ঃ মামলা ও রিট জটিলায় দীর্ঘদিন যাবৎ ভূগছিল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচন। বহু জল্পনা কল্পনার পর অবশেষে আলোর মুখ দেখালো নির্বাচন কমিশনা। ৩১ মে বুধবার দেশের ৮টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করেন। ওই আটটির মধ্যে ছেংগারচর পৌরসভা একটি।
নির্বাচন কমিশনের উপসচিব মোঃ আতিয়ার রহমান কর্তৃক স্বাক্ষরিত তফসিল সূত্রে জানা গেছে, আগামী ১৮ জুন চাঁদপুরের মতলভ উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ দিন। ১৯ জুন যাচাই বাছাই। ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ এবং আগামী ১৭ জুলাই ভোটগ্রহনের তারিখ।
এদিকে তফসিল ঘোষনা হওয়ায় ছেংগারচর পৌরবাসী বেশ আনন্দিত হচ্ছেন। এবারের নির্বাচনে পছন্দের মেয়র প্রার্থীকে পেতে চান পৌরবাসী। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার পর মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করে দিয়েছেন।