বাংলাদেশে ১৩ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম

0
বাংলাদেশে ১৩ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, একুশে পদকপ্রাপ্ত,বরেন্য অর্থনীতিবিদ, অধ্যাপক ড.শামসুল আলম মোহন বলেছেন, বাংলাদেশে ১৩ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে।

বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার জন্য সরকার কাজ করছে। শিক্ষার গুণগত পরিবর্তন করতে হবে।এ সরকারের আমলেই মতলব উত্তর-গজারিয়া সেতুর কাজ শুরু হবে।প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। মাদকের ভয়াল নেশা থেকে দূরে থাকতে হবে। জাতিকে শিক্ষিত করে তুলতে হলে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে।

তিনি বলেন,এ সরকারের আমলে মাথাপিছু আয় বেড়েছে।আমরা কোনো উন্নয়ন প্রকল্প বাদ দেইনি।২১ জানুয়ারী শনিবার চাঁদপুরের মতলব উত্তরের ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. শামসুল আলম ওই কথাগুলো বলেন।দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজল। অনুষ্টানে প্রধান বক্তবার বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুগ্মসচিব আতাউর রহমান খান।চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক গোলাম রাব্বানী পাপ্পুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মহসীন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কর্নেল সালাউল্লাহ খান, ড.ইব্রাহিম খলিল সেরাজল, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান,সাংবাদিক শামসুজ্জামান ডলার, এএসপি ইয়াছির আরাফাত, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, স্কুলের প্রধান শিক্ষক দলিল উদ্দিন,গাজী ইলিয়াছুর রহমান, ক্যপ্টেন(আবঃ)আফজাল হোসেন, আমিনুল ইসলাম, আবুল বাশার, এড. ইসমাইল হোসেন, সোহেল সরকার, গোলাম জিলানী চৌধুরী টিপু, এড. জসিম উদ্দিন, ওয়াসিম আকরাম তুষার, মানসুর আহমেদ, ডা. আবু সাইদ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here