প্রেসনিউজ২৪ডটকমঃ খান মোহাম্মদ কামাল ঃ “শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি” এ সেøাগানকে সামনে রেখে চাঁদপুর মতলব উত্তর উপজেলার আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকালে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, চাঁদপুরের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধে ২নং সেক্টরের ক্র্যাক প্লাটুনের কমান্ডার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর প্রতিষ্ঠিত আলী আহম্মদ মিয়া কলেজ অডিটোরিয়ামে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিভাবক সমাবেশ।
অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন, আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফায়েল আহমেদ।অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক মোঃ এনামুল হক ও প্রভাষক নেহেল আহম্মেদ।উক্ত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন,কলেজের গভার্ণিংবডির সদস্য মোঃ বাদশা মিয়া, অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান হাওলাদার, প্রভাষক আব্দুল আজিজ, প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক মনজুর আহমেদ, প্রভাষক নাসির উদ্দিন, প্রভাষক রাবেয়া বশরি, প্রভাষক মাকসুদা আক্তার প্রমূখ।
এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দসহ সম্মানিত শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অভিভাবকরা শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অভিভাবক সমাবেশে আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফায়েল আহমেদ বলেণ, শিক্ষার মানোন্নয়নে পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে।
শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি প্রয়োজন বলে মন্তব্য করেন।