মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের গভার্নিংবডির নির্বাচন সম্পন্ন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামাল হোসেন খানঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের গভর্নিংবডির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (১০ মে) সকাল ১৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্নভাবে অত্র স্কুল এন্ড কলেজের গভার্নিংবডির অঈিাবক শাখার নির্বাচন অনুিষ্ঠত হয়।

নির্বাচনে স্কুল শাখায় অঈিাবক পদে কাউছার আহমেদ মুক্তার (ব্যালটনং-২) ৩৩৭ ভোট ও নজরুল ইসলাম (ব্যালট নং-৩) ২৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি উৎপল চন্দ্র দাস (ব্যালট নং-১) পেয়েছেন ১৮৭ ভোট। অপরদিকে সংরক্ষিত মহিলা অঈিাবক পদে শাহিনা আক্তার (ব্যালট নং-২) ৫০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারহানা ইসলাম লাকী (ব্যালট নং-১) পেয়েছেন ৬০ ভোট।

এছাড়া কলেজ শাখায় অঈিাবক সদস্য পদে মোঃ দেলোয়ার হোসেন সরকার ও মোঃ আবুল হোসেন শিকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ডবকেল ৫ টার সময় নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এসময় শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ শরীফ উল্লাহ, স্কুলের গভার্নিংবডির সাবেক সভাপতি মোঃ আনিসুল হক, ষাটনল ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদাউস আলম, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ হুমায়ন কবির,আলী আরশাদ,অ্যাড.শামীমুল ইসলাম, মোঃ টিপু সরকারসহ বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান জানান, উপজেলার শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের গভর্ণিংবডির নির্বাচনে মোট ভোটর সংখ্যা ৯৩৪ জন। সংরক্ষিত মহিলায় কাষ্টিং ভোট ৬৩৭। বাতিল ভোট-৭২। আর বৈধ ভোট ৫৬৫। অঈিাবক সদস্য পদে কাষ্টিং ভোট ৫৬৬,বৈধ ভোট
৫২৮,বাতিল ভোট ৩৮।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here