মতলব উত্তরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এখলাছপুর ইউপি

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন শুধুমাত্র পড়া-শোনার মাধ্যমে কিন্তু ছাত্র-ছাত্রীদের জীবনের পরিপূর্ণতা আসবেনা। পড়া-শোনার পাশা-পাশি খেলাধুলা, বিভিন্ন জ্ঞানের চর্চা, সাংস্কৃতিক কর্মকান্ড, সামাজিক দায়িত্ব পালন এমনি বহুবিহিত যাবতীয় কর্মকান্ডর সমন্বয়ে হলো আমাদের জীবন। এ বিষয়টি আমাদের ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে দিতে হবে।

সোমবার (৩১ মে) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (প্রস্তাবিত) বিকাল সাড়ে ৪ টায় মাঠে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি আরও বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় খেলাধূলাকে গুরুত্ব দেয়, কারণ এর মাধ্যমে আগামীর নাগরিকরা যেন যোগ্য হয়ে গড়ে উঠতে পারে।

জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছিলেন বলেই আজকে স্বাধীন দেশে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। খেলাধূলার মধ্যদিয়ে দেশের মানুষ আরো সুনাগরিক হিসেবে গড়ে উঠুক-সেটাই আমরা চাই। নুরুল আমিন রুহুল একইসঙ্গে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় শিশুদের অধিক হারে যুক্ত রাখার মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতির থেকে দূরে রেখে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার তার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের সব কিছু করতে হবে। তবে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে। খেলাধুলা করলে মাদক থেকে দুরে থাকবে যুব সমাজ। তাই এই উপজেলায় খেলাধুলা চলমান রাখতে হবে। এজন্য উপজেলা পর্যায়ে আরেকটি টুর্ণামেন্ট পরিচালনা করতে হবে। যাতে আগামী কোরবানী ঈদের সময় ফাইনাল হয়। তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন ও উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

মতলব উত্তর নির্বাহী অফিসার ও টুর্নামেন্ট কমিটির সভাপতি গাজী শরিফুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মতলব উত্তর থানার ওসি মো. শাহজাহান কামাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, পৌর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মহসিন মিয়া মানিক, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক্য রেফায়েত উল্লাহ দর্জী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা শিশু কিশোর মেলার সভাপতি অ্যাড. জসিম উদ্দিন, কলাকান্দা ইউনিয়ন আ’লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা, এখলাপুর ইউপি চেয়ারম্যান মুছাদ্দেক হোসেন মুরাদ, কলাকান্দা ইউপি চেয়ারম্যান আঃ ছোবান সরকার সুভা, সাবেক জেলা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম চৌধুরী, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ’সহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলাকান্দা ইউপিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এখলাছপুর ইউপি। ৩১ মে (সোমবার) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (প্রস্তাবিত) বিকাল সাড়ে ৪ টায় শুরু হওয়ার আগে মাঠে হাজার দর্শক কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। তবে ফুটবল যে এখনো সাধারণ মানুষের কাছে জনপ্রিয় সেটা প্রমাণ হয়েছে আবারো।

খেলার শুরুতেই অনেকটা গোছালো এবং আক্রমনাত্বক খেলে কলাকান্দা ইউপি বার বার আক্রমন সামলাতে অনেকটা হিমশিম খাচ্ছিলো এখলাছপুর ইউপি দলের খেলোয়াড়রা। খেলার দ্বিতীয় পর্বে একটি চমৎকার সটে গোল করে মাঠের হাজার হাজার দর্শককে মাতিয়ে তুলে এখলাছপুর ইউপি দল। তার রেশ কাটতে না কাটতেই একে এক ৩টি গোল করে চ্যাম্পিয়ন হয় এখলাছপুর। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here