মতলবে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন,

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক ঃ চাঁদপুরের বৃহত্তর মতলব উপজেলার সাবেক মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা রতন আর নেই। তিনি শুক্রবার (২ এপ্রিল) রাত ০৯ টার সময় তার নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। ২ এপ্রিল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিনি নিজ বাড়িতে স্ট্রোক করেন। পরে দ্রুত তাকে মতলব সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।  সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা রতনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নস্থ দক্ষিণ রামপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র ৩ কন্যা সন্তান রেখে গেছেন। তার সাবেক বাড়ী ফরাজীকান্দি ইউনিয়নেরই মহিষমারী গ্রামে।

শনিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ফরাজী কান্দি মতাদ্রাসা মসজিদ এর মাঠে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় নিজ বাড়ি সংলগ্ন আমিরাবাদ বাজার জামে মসজিদ সম্মুখের মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্বক তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। ইউএনও স্নেহাশীস দাস এর নেতৃত্বে থানা পুলিশ গার্ড অব অনার প্রদান করে হাজীপুর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাকে দাফন করা হয়।

জানাযা পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় চাঁদপুর জেলা যুবলীগের সদস্য গাজী শাখাওয়াত হোসেনর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে গাজী ইলিয়াছুর রহমান ও শাজাহান প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, মরহুমের বড় ছেলে রায়হান মোল্লা।

ফরাজীকান্দি মাঠের জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে আব্দুস সাত্তার, নুরুল হক ঢালী, মোহাম্মদ উল্যাহ, সিরাজুল ইসলাম,আব্দুস সাত্তার প্রধান, সিরাজুল ইসলাম, ছানাউল্লাহ,শরীফ হোসেন, আব্দুল হান্নান, ইলিয়াছুর রহমান, তছলিম উদ্দিন মোল্লা,রফিকুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার আইটি ইনচার্জ গোলাম কিবরিয়া নয়ন, অধ্যাপক কামরুজ্জামান শিকদার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক,প্রধান শিক্ষক যথাক্রমে এমএ হান্নান তপাদার,দলিল উদ্দিন,তাজুল ইসলাম, রহমত পাটোয়ারী, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আমির হোসেন আমু, নিজাম উদ্দিন বাবুল মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধানসহ বিভিন্ন শ্রেণী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এদিকে সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা রতনের মৃত্যুতে সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকশন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও তার মৃত্যুতে মতলব উত্তর উপজেলা আ’লীগের আহবায়ক (সম্মেলন প্রস্তÍুতি) কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক গভীর শোক প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here