শেষ মূহুর্তে জমে উঠেছে ঝিনাইদহে ৫ম ধাপের পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারনা ৷

0

প্রেসনিউজ২৪ডটকমঃ  মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: আগামী ২৮ ফেব্রয়ারী হতে যাচ্ছে ঝিনাইদহের মহেশপুর ৫ম ধাপের পৌর নির্বাচন। ভোটের  দিন যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে পৌর নির্বাচনী প্রচার প্রচারণা। আজ  নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন ৷ শেষ মূহুর্তে প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছে প্রচারণা নিয়ে ৷ তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন ও নির্বাচনে জয়যুক্ত  হলে বিভিন্ন উন্নয়নের আশ্বাস দিচ্ছেন ৷

পৌরসভায় আওয়ামীলীগ ও বিএনপিতে আছে একক প্রার্থী । থেমে নেই স্বতন্ত্র প্রার্থীও । মহেশপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও দু’জন  স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে পারে বলে  ধারণা করা হচ্ছে ৷ প্রচার প্রচারণার শেষ দিন আজ। তাই প্রার্থীরা লিফলেট হাতে নিয়ে কাক  ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত রয়েছেন ভোট চাওয়াতে ৷

সে ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর গলার কাঁটা হতে পারেন বলে  ভোটাররা মনে করছেন। যার সুফল পেতে পারে বিএনপি প্রার্থী । প্রার্থীরা ভোটারদের কাছে  টানতে দিচ্ছেন নানান প্রতিশ্রতি । পুরুষ কাউন্সিলরে পাশাপাশি থেমে নেই নারী কাউন্সিলরও । মহেশপুরে এবারের পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন ,সংরক্ষিত মহিলা আসনে ১২ জন এবং  সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪৫০। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১০২ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৩৩৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here