ঝিনাইদহে জুলেখার অসংখ্য মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে মানববন্ধন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহে অসংখ্য মিথ্যা এবং ভুয়া মামলার বাদী জুলেখা খাতুনের মামলার হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসী।আজ দুপুরের দিকে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগিরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় ঝিনাইদহ শহরের শেরেবাংলা সড়কের মামলাবাজ জুলেখা খাতুন নামের এক নারী ও তার সন্তানেরা মিজান, মাসুদ, মুন্না ও রুমি খাতুন দীর্ঘদিন ধরে প্রতিবেশী ও এলাকার অসংখ্য মানুষকে বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলে মিথ্যা ও ভুয়া মামলা দিয়ে হয়রানী করে আসছে। এরই প্রতিবাদে এলাকার শতশত নারী পুরুষ সংবাদ সম্মেলন শেষে সরকারি বালক বিদ্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগি বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ারুল ইসলাম, দেলোয়ারা লাবনী, আসাদুজ্জামান, তোফাজ্জেলের পরিবার ও জাহানারা পরিবারসহ এলাকাবাসী।বক্তারা মামলাবাজ জুলেখা খাতুন ও তার পরিবারের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here