ভোলায় চাঞ্চল্যকর রশিদ হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান শাহীন: ভোলার চর‌ফ্যাশনে চাঞ্চল্যকর আবদুর রশিদ হত্যা মামলায় ১৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৪ আসামিকে খালাস দেয়া হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত দায়রা জজ মো নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, চরফ্যাসনের ওসমানগঞ্জের ব্যবসায়ী আবদুর রশিদ মিয়াকে ২০১৩ সালের ৩০ মে রাতে নিজবাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের ভাই মু. হানিফ বাদী হয়ে ১৮ জনের নামে চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ সাক্ষী প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন- আবুল বাশার, নুর মোহাম্মদ, নোমান, সাহাবুদ্দিন, কাঞ্চন পাটোয়ারী, ছাদেক মাঝি, সিরাজ হাওলাদার, আবদুল হক, সামছু হাওলাদার, বাদশা, আবদুল জলিল, কাঞ্চন মিস্ত্রী, আলাউদ্দিন ও ফজলে করিম মুন্সি। এ মামলার অপর চার আসামি ইউনুছ, এছাহাক, ইমান আলী ও আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪ জন পলাতক রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here