চাঁদপুর মতলব উত্তরে মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলের কারাদন্ড।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ৭ জেলেকে কারাদন্ড দেয়া হয় ।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্নেহাশীষ দাসের নেতৃত্বে মতলবের মেঘনা নদীতে অভিযানে ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ইঞ্জিন চালিত ট্রলারসহ ৮ জেলেকে আটক করার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ জনকে ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

কারাদন্ড প্রাপ্তরা হলেন মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার চর আব্দল্লাপুর গ্রামের মনু মিয়ার ছেলে আলী আজগর, শহীদ আলীর ছেলে মাইন উদ্দিন, মবু খার ছেলে দেলোয়ার হোসেন, শহীদ আলীর ছেলে আক্তার হোসেন, দুলাল তালুকদারের ছেলে স্বপন হোসেন, বাদল সরকারের ছেলে আরিফ, শহীদুল্লাহ মোল্লার ছেলে রুবেল ও জয়নাল মালের ছেলে মেহেদীকে ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় সাথে ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, ইউএনও’র সহকারী আমিনুল ইসলাম, ও নৌ- পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here