যেভাবে কাটছে বানভাসি লাখো মানুষের ঈদ আনন্দ।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ বন্যায় ভেসে গেছে লাখো মানুষের ঈদ আনন্দ। সামর্থ্যবানদের সহায়তার দিকে তাকিয়ে আছেন বানভাসিরা। অনেকের কপালে জুটছে না খাবারও। পানির মধ্যে বসতঘরেই কোনমতে চালিয়ে যাচ্ছেন টিকে থাকার লড়াই। বৈশ্বিক করোনাভাইরাস মহামারিতে উৎসবের রঙ ফিকে হয়েছে অনেকটাই। এরপর মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে বন্যা। তাই ঈদের দিনটিতে খুশি নয়, টিকে থাকতে লড়ছেন বানবসি মানুষেরা।

থৈ থৈ পানি শরীয়তপুরের নড়িয়ার নশাসন ইউনিয়ন জুড়ে। সেখানে নৌকায় করে একটি বাড়িতে গিয়ে জানা যায় বানভাসিদের দুঃখের কথা। পানিতে ডুবে থাকা ঘরে ইট দিয়ে উঁচু করা খাটে চার সন্তান নিয়ে কোনোভাবে টিকে আছে কৃষক আরমানের পরিবার। ঈদের দিনে একটু গোস্ত রান্নার আশায় মসলা বাটছেন গৃহকর্ত্রী।

অন্যের জমিতে কাজ করে সন্তানদের পড়ালেখার খরচ জোগানো আরমান তিন মাস ধরে বেকার। ঈদ তার কাছে হতাশায় পরিপূর্ণ। কৃষক আরমান বলেন, ‘ঈদের আনন্দে কিছু কিনবারও পারি নাই। তিনমাস ধরে কাজ নেই। খুশি বলে কিছু নেই।

চার সন্তানের কারো ভাগ্যেই জোটেনি নতুন কাপড়। এমনই দুর্বিষহ পানিবন্দি অবস্থা কমপক্ষে পাঁচ লাখ মানুষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here