মতলব উত্তরে মাহী চৌধুরীর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নির্দেশে, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহির নেতৃত্বে মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার(৩০ জুলাই) বিকেলে মতলব উত্তরের মোহনপুরস্থ নিজ বাড়িতে মুজিব শতবর্ষ উপলক্ষে বিভিন্ন জাতের ফলজ বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়েছে। এ সময় মতলব উত্তর উপজেলা ,মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগ, ইয়াং ক্লাব ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহি জানান, আগামী ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র)বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষ রোপণ করবেন। তিনি বলেন, বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। বন্যা, খরা, ঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, ওজনস্তর ক্ষয়, ভূমিক্ষয়, জলবায়ু পরিবর্তন, শব্দদূষণ, মাটিদূষণ, পানিদূষণ, বায়ুদূষণ প্রতিরোধ করে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here