যমুনা ব্যাংকের ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বগুড়া শাখার ম্যানেজার গ্রেফতার

0

প্রেসনিউজ২৪ডটকমঃ বগুড়া সংবাদদাতা: ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক বগুড়া শাখার ম্যানেজার সওগাত আরমানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের কর্মকর্তা তাকে গ্রেফতার করেন। বুধবার সকালে তাকে দুদকের হেফাজতে নেয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সওগাত আরমান যমুনা ব্যাংক বগুড়া শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত থাকাকালীন বিভিন্ন সময়ে জালিয়াতির মাধ্যমে অন্যের অ্যাকাউন্টে ১২ কোটি ১৬ লাখ টাকা স্থানান্তর করেন। পরে সেই টাকা নিজের অ্যাকাউন্টে নেন।

এ বিষয়ে দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানিয়েছেন, স্থানীয়ভাবে অভিযোগের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ম্যানেজার সওগাত আরমানের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া যায়।

এরপরই গতকাল মঙ্গলবার রাতে ব্যাংকের শাখায় অভিযান চালানো হয়। গ্রেফতারের পর বুধবার সকালে বগুড়া সদর থানা হেফাজত থেকে তাকে দুদকের হেফাজতে নেয়া হয়। এরইমধ্যে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে সওগাত আরমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।  সওগাত আরমানকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে বলেও জানান মামলার এই বাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here