শরীয়তপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ শরীয়তপুর সংবাদদাতা: শরীয়তপুরে বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। পদ্মানদীর পানি বিপদ সীমার ৩০ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।৪টি উপজেলায় ২ লক্ষাধিক পরিবার পানিবন্ধী হয়ে পড়েছে।ঘরবাড়ি রাস্তাঘাটে হাটু ও কোমড় পানিতে ডুবেগেছে। জেলার জাজিরা নড়িয়া ভেদরগঞ্জ ও শরীয়তপুর সদর উপজেলা ও পৌর এলাকার বানভাসি মানুষের দূর্ভোগ চরম আকার ধারন করেছে। বন্যার পানিতে দিন দিন নুতন নুতন এলাকা প্লাবিত হচ্ছে।

বানভাসি দূর্গত মানুষ গবাদি পশু হাস মুরগী নিয়ে অনেক কষ্টে দিন কাটছে। তাদেও ঘওে খাবার ফুরিয়ে গেছে। তারা ত্রানের জন্য প্রহর গুনছে। বন্যার পানিতে নলক’প ডুবে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট ও বন্যার পনিতে পয়ঃনিস্কাশনের জায়গা তলিয়ে গিয়ে বিপাকে পড়েছে বানভাসিরা। দীর্ঘদিন পরে বন্যার পানি আসায় জেলার মৎস্য খাতে বিশাল ক্ষতির মুখে পড়েছে মাছচাষীরা। বন্যার পানিতে হাজার হাজার একর জমির ফসল বিনষ্ট হয়েছে। জরুরী ভিত্তিতে বানভাসি মানুষের মধ্যে পর্যাপ্ত ত্রান সামগ্রী পৌছে দেয়া দরকার।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান হাবিবুর রহমান বলেন, পদ্মানদীর পানি অপরিবর্তিত রয়েছে। সুরেশ্বর পয়েন্টে পদ্মারপানি বিপদ সীমার ৩০ সেঃ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহ বন্যার পানিতে নুতন নুতন এলাকা তলিয়ে গেছে। ভাংগন কবলিত এলাকায় অব্যাহত জিওব্যাগ ফেলে ভাংগন রোধে কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here