হবিগঞ্জের খোয়াই নদীতে উদ্ধার হওয়া ভারতীয় যুবকের লাশ  হস্তান্তর

0
হবিগঞ্জের খোয়াই নদীতে উদ্ধার হওয়া ভারতীয় যুবকের লাশ  হস্তান্তর

প্রেসনিউজ২৪ডটকমঃ সৈয়দ সুমন: শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬ টায় চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের কেদারাকোট এলাকায় ওই যুবকের লাশ হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী, বিজিবি’র সহকারী পরিচালক নাসির উদ্দিন, বাল্লা সীমান্ত ফাঁড়ির কমান্ডার সেলিম আহমেদ। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ত্রিপুরার সিংগিছড়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার আত্রেবা শর্মার ও ভারতীয় পুলিশের সংলিষ্ট কর্মকর্তাবৃন্দ।

গত ২ জুন বিকেলে সদর উপজেলার লস্করপুর এলাকায় খোয়াই নদী থেকে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে লাশের ময়নাতদন্তের পর বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মুফিদুল ইসলাম এর নিকট হস্তান্তর করা হয়।

উদ্ধারের সময় লাশের পকেটে একটি ১০ রুপির নোট, তিনটি চাবির রিং ও একটি আংটি পাওয়া যায়।  বিজিবি ও বিএসএফ এর মধ্যে প্লেগ মিটিং এ প্রমাণিত হয় লাশটি ভারতীয় যুবক জন্টুর ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here