মাধবপুর মনতলার সীমান্তে ৫ মাদকসেবিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রামমান আদালত

0
মাধবপুর মনতলার সীমান্তে ৫ মাদকসেবিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রামমান আদালত

প্রেসনিউজ২৪ডটকমঃ সৈয়দ সুমন:হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলার সীমান্তবর্তী এলাকা থেকে ৫ মাদকসেবিকে মাদকসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।পরে আটককৃতদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রামমান আদালত।

গত মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় মনতলা বিওপির হাবিলদার মো. অলিউল্লাহ’র নেতৃত্বে মাধবপুর উপজেলার মনতলা ব্রিজের থেকে ব্রাম্মণবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের শাহিন মিয়া (৩০), ইসলাম খান (২৫), আরিফুল  ইসলাম (২৫), মো. জাকির হোসেন (২৫), মো. নুর মিয়াকে (২৬) ৬ বোতল ভারতীয় বিয়ার, ২টি মোটরসাইকেল এবং ৫টি মোবাইল ফোনসহ আটক করে বিজিবি জওয়ানরা।

পরে রাত সাড়ে ১০ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১০(১)(চ) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা করেন।

আটককৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here