গোপালগঞ্জে একই পরিবারের ৬ জনসহ ১৫ জন করোনা আক্রান্ত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ গোপালগঞ্জের মুকসুদপুরে একই পরিবারের ছয়জনসহ নতুন করে আরও ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮৩ জনে।

শুক্রবার রাতে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে একই পরিবারের ৬ জনসহ আটজন, কোটালীপাড়ায় তিনজন, কাশিয়ানীতে তিনজন, টুঙ্গিপাড়ায় একজন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন, আর ৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১২১ জন জেলার বিভিন্ন হাসপাতালে ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে ১৮ পুলিশ সদস্য ও এক চিকিৎসকসহ ৪০ জন, কাশিয়ানীতে ৫১ জন, গোপালগঞ্জ সদরে চার চিকিৎসকসহ ২৩ জন, টুঙ্গিপাড়ায় ৩০ জন ও কোটালীপাড়ায় এক চিকিৎসক ও এক নার্সসহ ৩৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here