মতলব উত্তরের ঠেটালিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পোল্ট্রিফার্ম ব্যবসায়ীর উপর হামলা

0
মতলব উত্তরের ঠেটালিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পোল্ট্রিফার্ম ব্যবসায়ীর উপর হামলা

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর ঠেটালিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ আলী (মজনু) নামে এক পোল্ট্রিফার্ম ব্যবসায়ীর উপর একই গ্রামের এনামুল (৩৫), হাকিম মোল্লা (৩৮). আঃ ছালাম মোল্লা (২৫)সহ আরো অজ্ঞাতনামা কয়েকজন কর্তৃক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

গত ৪ মে সকাল সাড়ে ১১টার সময় উপজেলার উত্তর ঠেটালিয়া তপন সরকারের বাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। হামলায় মোহাম্মদ আলী মারাত্রক আহত হয়ে এতো দিন হাসপাতালে চিক্রিসাধীন ছিলেন। এব্যাপারে হামলার শিকার মোহাম্মদ আলী গতকাল শ্রক্রবার (২৯ মে) বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মতলব উত্তর থানায় দায়েরকৃত অভিযোগে জানাযায়, গত ৪ মে সকাল সাড়ে ১১টার সময় উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর ঠেটালিয়া তপন সরকারের বাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তায় দিয়ে উত্তর ঠেটালিয়া গ্রামের আলী আহম্মদ সরকারের ছেলে পোল্ট্রিফার্ম ব্যবসায়ী মোহাম্মদ আলী বিভিন্ন বাজার থেকে টাকা কালেকশন করিয়া বাড়ি যাওয়ার সময় পূর্ব বিরোধের জের ধরিয়া উত্তর ঠেটালিয়া গ্রামের মৃত আইয়ুব আলী মোল্লার ছেলে এনামুল (৩৫), হাকিম মোল্লা (৩৮). ও বাবুল মোল্লার ছেলে আঃ ছালাম মোল্লা (২৫)সহ আরো অজ্ঞাতনামা কয়েকজন আগের থেকে ওৎ পেতে থেকে কাঠের লাঠি, কাঠের রুয়া, লোহার রডসহ দেশয়ি অস্ত্রসস্ত্র দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে পোল্ট্রি ব্যবসায়ী মোহাম্মদ আলীর উপর সন্ত্রাসী হামলা করে।

হামলার শিকার মোহাম্মদ আলী উভয় হাতে,কোমড়ে, পায়ের জয়েন্ট,ও পিটসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত ও মারাত্মক জখমপ্রাপ্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে। একপর্যায়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার অপচেষ্টা করে । এসময় এ দৃশ্য দেখে ঘটনার প্রত্যক্ষদর্শি মোবার হোসেন প্রধান নিজে দৌড়াইয়া ছুটে আসেন এবং চিৎকার দিলে আশাপাশের লোকজন ছুটে আসে। এক পর্যায় হামলাকারীরা পালিয়ে যায়। শেষে লোকজন হামলার শিকার মোহাম্মদ আলীকে মারাত্রক আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সে চিকিৎসাধীন থাকায় এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলে জানাযায়।

এদিকে হামলাকারীরা পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী মোহাম্মদ আলীর কাছে থাকা নগদ ৭০ হাজার টাকা হামলাকারীরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন। হামরার শিকার মোহাম্মদ আলী আরো জানায়, হামলাকারীরা তাকে বিভিন্ন সময়ে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। হামলাকারীদের সাথে তার দীর্গ দিনের পূর্ব শত্রুতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here