মতলব উত্তরে দূর্গাপুর হিজলাকান্দি লক্ষী মন্দির প্রাঙ্গণ শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ খান মোহাম্মদ কামাল ঃ  মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন হিজলাকান্দি লক্ষী
মন্দির প্রাঙ্গণ (স্বগীয় অনাথবন্ধু গোস্বামী কীর্তনীয়া বাড়ী) তিন দিনব্যাপি বিশ^ শান্তি কামনায় ৮০তম ২৪
প্রহর ব্যাপী ভূবন মঙ্গল মহোৎসব শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরই উপজেলার
দূর্গাপুর ইউনিয়ন হিজলাকান্দি লক্ষী মন্দির প্রাঙ্গণ (স্বগীয় অনাথবন্ধু গোস্বামী কীর্তনীয়া বাড়ী) তিন দিনব্যাপি বিশ^ শান্তি কামনায় মঙ্গল মহোৎসব শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠান ঝাকঝমকভাবে উৎসবমূখর পরিবেশে পালন করে আসছে।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুধ ও মতলব উত্তর উপজেলা পরিষষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর পিতা মরহুম রজ্জব আলী মুন্সীর উৎশাহ অনুপ্রেরনায় সনাতন ধর্মলিম্বী সম্প্রদায়ের মহোৎসব শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠান শুরু হয়। সে থেকে প্রতি বছরই তারা পালন করে আসছে। মরহুম রজ্জব আলী মুন্সীর সুযোগ্য সন্তান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুধ ও মতলব উত্তর উপজেলা পরিষষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস তাদের পিতার ন্যায় তাদেরও উৎশাহ অনুপ্রেরনায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠান পালন হয়ে আসসছে শান্তিপূর্নভাবে। গত ১৭ জানুয়ারী শুক্রবার থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারী রোববার পর্যন্ত তিন দিনব্যাপী এ তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন, শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠানের উদযাপন কমিটির সভাপতি জোগেশ চন্দ্র কীর্তনীয়া। পরিচালনা করেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দুলাল চনন্দ্র কীর্তনীয়া। শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনেশিয়ান শ্রী ভাষান চন্দ্র কীর্তনীয়া। ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠান পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাসস্থ্য পরিদর্শক সুভাষ চন্দ্র সরকার, শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠানের উদযাপন কমিটির সহ-সভাপতি ঠাকুর দাস, কোষাধ্যক্ষ প্রদিপ চন্দ্র সরকার, সাংগঠনিক সসম্পাদক খোকন কীর্তনয়িা, যুগ্ম-সম্পাদক গ্যুবাস সূত্রধর, সদস্য বল্লপ সরকার, বাবু লাল সরকার, জনি সরকার, নিতাই সরকার, দিলিপ সরকার, রাজেন্দ্র সরকারসহ সনাতন ধর্মলিম্বী সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ ভক্তবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। ৩ দিনব্যাপি এ তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহানাম সুধা পরিবেশনায় ছিলেন, সিলেটের জগনাথ সম্প্রদায়, পিরোজপুরের জয় রাধা অষ্টসখী সম্প্রদায়, ভোলারমা সুভদ্রা সম্প্রদায়, খলিনার ব্রজগোপী সম্প্রদায়,গোপালগজ্ঞের রাইধনী সম্প্রদায় ও খুলনার লক্সী রানী সম্প্রদায় সংকীর্ত্তন এদিকে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠান গত শুক্রবার (১৭ জানুয়ারী) হইতে রোববার (১৯ জানুয়ারী) পর্যন্ত অহরাত্র ৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠান। ২০ জানুয়ারী রোজ সোমবার দ্বি-প্রহরে দ্বি- প্রহরে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এদিকে মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন হিজলাকান্দি লক্ষী মন্দির প্রাঙ্গণ (স্বগীয় অনাথবন্ধু গোস্বামী কীর্তনীয়া বাড়ী) তিন দিনব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠানকে ঘিরে ওই এলাকায় বড় ধরনের মেলাও বসে। মেলায় বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও ছোট্র ছেলে মেয়েদের খেলনাও পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here