শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিক ভাবে দায়িত্ব পালন করতে হবে: ইউএনও জহিরুল হায়াত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন :মতলব উত্তর উপজেলার নবাগত নিবার্হী অফিসার (ইউএনও) এএম জহিরুল হায়াত কে ২১ জানুয়ারি সকালে উপজেলার কনফারেন্স রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার এএম জহিরুল হায়াত বলেছেন,শিক্ষার মানোন্নয়নে আন্তরিক ভাবে শিক্ষকদের কাজ করতে হবে। কারণ শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সুতরাং জাতিকে এগিয়ে নিতে তাদের সঠিক ভাবে দায়িত্ব পালনের পরামর্শ দেন। আসন্ন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে ও নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে তিনি শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পাবলিক পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক এবং দৈনিক সময়ের আলো চাঁদপুর জেলা প্রতিনিধি ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম,কালীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এনামুল হক,দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জালাল,ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন,নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম,বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও:মিজানুর রহমান, দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার সূত্রধর প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here