মতলব উত্তরে জেলেদের মাঝে উপকরণ বিতরণ নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখতে হবে|…ইউএনও শারমিন আক্তার

0

প্রেসনিউজ২৪ডটকমঃ খান মোহাম্মদ কামালঃ মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার  বলেন, জাতীয় মাছ ইলিশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে  হবে। যেসব জেলেরা ইলিশ ধরার সাথে সম্পৃক্ত আছেন, তারা  নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ করবেন না। সরকার আপনাদের বিকল্প  কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এ সব উপকরণ দিচ্ছে।

তাই জাতীয়  সম্পদ ইলিশ আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে রক্ষা করতে হবে বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয় বর্ধনমূলক উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম,সিনিয়র উপজেলা কর্মকর্তা মো. সাখাওয়াত প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here