মতলব উওরের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় : ইউএনও শারমিন আক্তারের অভিযান

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ইশতেয়াক জামান নাফিজ : মা ইলিশ রাক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই মতলব উওরে মেঘনা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ছেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার । বুধবার সকাল থেকেই নদীতে অভিযান চালালে কোন জেলে পাওয়া যায়নি। মেঘনা নদীর জেলেদের মধ্যে এক আতংক নাম মতলব উওর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

সূএে জানা যায় পূর্বের কয়েক বছর আগে উপজেলার নির্বাহী অফিসার পুরুষ অফিসার কর্মরত থাকলে মা ইলিশ রক্ষা গভীর রাতে কোন অভিযান দেখা যায়নি। কিন্তু দু’বছর যাবত এ উপজেলায় প্রথম মহিলা ইউএনও যোগদানের পর থেকেই দিন রাত নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে। আগবর আলী নামে এক জেলে জানান এই ইউএনও শারমিন স্যার থাকতে নদীতে মাছ ধরতে কোন জেলেই সাহস পাচ্ছেনা।

অভিযানে সময় উপজেলা মৎস অফিসার, মোহনপুর নৌ -ফাঁড়ী পুলিশসহ প্রশাসনের অনেই অংশ নেন।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here