ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে ৬৭প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান শাহীন  ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে মোট ৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে স্ব-স্ব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

এদিন, আওয়ামী লীগ প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন লালমোহনে ফরম জমা দিলেও বিএনপি মনোনীত প্রার্থী সোহেল আজিজ শাহীন ভোলা জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ৪ নম্বর ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী মাকসুদ আহমেদও ভোলায় ফরম জমা দেন।  উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আমির খসরু গাজী বলেন, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত ২ জন মেয়র প্রার্থী, ৫২জন কাউন্সিলর প্রার্থী ও ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

লালমোহন পৌরসভায় পুরোনো ৯টি ওয়ার্ডসহ নতুন ৩টি ওয়ার্ড মিলিয়ে মোট ১২টি ওয়ার্ডে এবার নির্বাচন হচ্ছে। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ সেপ্টেম্বর এবং প্রত্যাহাররে শেষ দিন ২২ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।  উল্লেখ্য, ১৩ ডিসেম্বর ২০১০ সালে লালমোহন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর মামলার কারণে দীর্ঘ ৯ বছর পর এবার নির্বাচন হচ্ছে।  লালমোহন পৌরসভায় ১২টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩,৫৫০ জন। পুরুষ ভোটার ৬৯৪৩ ও নারী ভোটার ৬৬০৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here