প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শামীম মিয়াজী ওপর সংঘটিত ন্যাক্কারজনক ও পরিকল্পিত বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান,সাধারন সম্পাদক তানজিমুল হাসান মা’য়াজ। এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন তারা।
জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় চাঁদপুরের মতলব উত্তরের ব্রাহ্মণচক এলাকার করিম হোসেন নামে এক লোক পানি উন্নয়ন বোর্ডের সরকারী মাটি ১০/১৫ জন দিনমজুরের মাধ্যমে তার বাড়িতে নিয়ে যায়। তখন ইউপি সচিব আঃ করিম দিপু ঘটনাস্থলে গিয়ে বিবাদীকে বাধা প্রদান করলে বিবাদী ইউপি সচিবের সাথে মারমুখী আচারণ করে এবং অকথ্য ও অশ্লীল ভাষায় গালমন্দ করে। উক্ত সংবাদ পেয়ে সাংবাদিক শামীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল ফোনে ভিডিও ফুটেজ সংগ্রহকালে করিম হোসেন বাধা প্রদান করে।
একপর্যায়ে বিবাদী উত্তেজিত হইয়া সাংবাদিককে কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এবং ধাক্কা দিয়ে ক্যানেলে ফেলে দেয়। এবং মোবাইলে ধারণকৃত ছবি ভিডিও ফুটেজ যদি কোন সংবাদে আসে তাহলে প্রাণে হত্যা করে ফেলবে বলে হুমকি দেয়।
মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান,সাধারন সম্পাদক তানজিমুল হাসান মা’য়াজ এক যৌথ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের কাপুরুষোচিত হামলা গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং জনগণের জানার অধিকারকে দমন করার শামিল। সাংবাদিক শামীম মিয়াজী ওপর হামলা মানে সত্য ও ন্যায়ের ওপর হামলা। এই বর্বরতার মাধ্যমে সাংবাদিক সমাজকে ভয় দেখিয়ে কলম থামিয়ে দেয়া যাবে না।
তারা অবিলম্বে হামলাকারী করিম হোসেনকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে প্রশাসনকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। বিবৃতিতে আরও বলা হয়, যদি অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করা না হয়, তবে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।





