মতলব উত্তরে ৩২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

0
মতলব উত্তরে ৩২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমা বেগম (৩০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বড় হলদিয়া গ্রামের নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় ঘরের ভেতর থেকে ৩২০ পিস ইয়াবার পাশাপাশি মাদক বিক্রির নগদ ১৮ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে আটক নারীকে উদ্ধারকৃত আলামতসহ মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্ত—ান্তর করা হয়। এ ঘটনায় থানায় এফআইআর নং-৯ ও জিআর নং-৯ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here