মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন মানিকের ইন্তেকাল ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

0
মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন মানিকের ইন্তেকাল ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা একে রিয়াজ উদ্দিন মানিক ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুর ১টায় ঢাকায় তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে না ফেলার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ১ ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।৫ জানুয়ারি সোমবার বিকেল ২টায় বীর মুক্তিযোদ্ধা একে মরহুম রিয়াজ উদ্দিন মানিক এর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়নের দশানী কেন্দ্রীয় কবরস্থান মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) রহমত উল্যাহ’র নেতৃত্বে একটি চৌকস দল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্টীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করে পুলিশের চৌকস একটি দল। পরে দশানী কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় রোববার বাদ মাগরিব ঢাকার কেএল জুবলি হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে।

মরহুম বীর মুক্তিযোদ্ধা একে রিয়াজ উদ্দিন মানিক মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ এবং ঢাকার কেএল জুবলি হাইস্কুলের স্বনামধন্য একজন ইংরেজি শিক্ষক ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ব্যক্তি জীবনে তিনি অত্যান্ত সৎ.ন্যায় পরায়ন, ও নির্লোভ ব্যক্তি ছিলেন।

এদিকে জানাযা পূর্বে মরহুমের ছোট ভাই মজিবুর রহমান ও মরহুম রিয়াজ উদ্দিন মানিক এর বড় ছেলে একেএম কামরুল হাসান হিমেল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া কামনা করে বক্তব্য রাখেন। এছাড়াও শরীফ উল্লøাহ হাইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত হেড মাওলানা সদরুল আমিন মরহুম রিয়াজ উদ্দিন মানিক সাহেবের বর্ণাঢ্য শিক্ষগতার বিভিন্ন স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন।

মরহুমের জানাযায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করে বীর এই মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান। জানাযায় মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মাহম্মদ উল্লাহ, মোঃ শাহেন শাহ হাওলাদার, মোঃ ছানাউল্লাহসহ তার পরিবার, সহযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।

উল্লেখ্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা একে রিয়াজ উদ্দিন মানিক সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা হিসেবে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তাঁর অসীম সাহসিকতা ও ত্যাগের কথা জানাযায় উপস্থিত অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশমাতৃকার স্বাধীনতা অর্জনে একে রিয়াজ উদ্দিন মানিক এর অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here