ঘাসিরচর পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী বৃদ্ধিতে মতবিনিময় সভা

0
ঘাসিরচর পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী বৃদ্ধিতে মতবিনিময় সভা

প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘাসিরচর পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সজীব হোসেন পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গ্রামের শতশত অভিভাবক উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজার গোলাম মোস্তফা মন্টু সরকার বলেন, “শিশু–কিশোরেরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মানুবর্তিতা ও নৈতিক শিক্ষার ভিত্তি গড়ে ওঠে বিদ্যালয় থেকেই। মা–বাবা যখন সন্তানকে বিদ্যালয়ে পাঠান, তখন তারা অনেকটা নিশ্চিন্ত থাকেন—কারণ শিক্ষকরাই তাদের সন্তানদের সঠিক পথে গড়ে তোলেন।”তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থী বৃদ্ধি করতে শিক্ষক, অভিভাবক, প্রবাসী এবং যুব সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মফিজ মাস্টার, সমাজসেবক নুরুল হুদা অবন, ইউপি সদস্য আবুল কালাম সরকার, মোঃ শহীদুল্লাহ প্রধান, মোহাম্মদ রেহান উদ্দিন প্রধান, আইয়ুব আলী মিয়াজী, মোঃ জাকির প্রধান মোঃ বোরহান উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here