খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মতলব উত্তরে দোয়া মাহফিল

0
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মতলব উত্তরে দোয়া মাহফিল

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুরুল হক সরকার সিআইডির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর অডিটরিয়ামে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান।

বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুরুল হক সরকার সিআইডি, ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর, পৌর বিএনপির সহ-সভাপতি আলমগীর সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ফরাজী, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান লস্কর, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়াজী।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তাঁরা বলেন, দেশনেত্রীর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- মাওলানা তাজুল ইসলাম জিহাদী। মিলাদ মাহফিল পরিচালনা করেন ছেংগারচর দর্জি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ইব্রাহিম খলিল সালেহ আনন্দপুরী। দোয়া মাহফিলে অংশগ্রহণকারী শিক্ষকরা গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here