মতলব উত্তরে স্বপ্নবিলাস পানি ব্যবস্থাপনা দলের বার্ষিক সভা অনুষ্ঠিত

0
মতলব উত্তরে স্বপ্নবিলাস পানি ব্যবস্থাপনা দলের বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ওটারচরে ‘স্বপ্নবিলাস পানি ব্যবস্থাপনা দল’-এর বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ ডিসেম্বর (সোমবার) সকালে স্থানীয় এলাকা ওটারচরে উৎসবমুখর পরিবেশে এ সভা সম্পন্ন হয়। নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে আয়োজিত সভায় দলের সাধারণ সদস্যসহ নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা-ধনাগোদা পওর বিভাগের সম্প্রসারণ উপদর্শক মোসলেম উদ্দিন। সভায় পানি ব্যবস্থাপনা দলের কার্যক্রম আরও গতিশীল করা, সেচ ও অন্যান্য সেবার বিপরীতে সার্ভিস চার্জ আদায়ের নীতিমালা প্রণয়ন এবং ভবিষ্যতে পানি বণ্টন ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে পানি ব্যবস্থাপনা দলের ভূমিকা আরও কার্যকর করার বিষয়ে মতবিনিময় হয়। সভায় জানানো হয়, আগের বছর জানুয়ারির ১ তারিখে পানি সরবরাহ শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও নির্ধারিত সময় অনুযায়ী পানি সরবরাহ না হওয়ায় ফসল চক্র ব্যাহত হয় এবং কৃষকদের ভোগান্তি বেড়ে যায়। চলতি বছরেও জানুয়ারির ১ তারিখে পানি সরবরাহের কথা থাকলেও দীর্ঘদিন ধরে দেরিতে পানি সরবরাহের ফলে ফসল চক্র সঠিকভাবে সম্পন্ন না হওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১০ জানুয়ারির মধ্যে নিরবচ্ছিন পানি সরবরাহ নিশ্চিত করার জন্য সভায় সুপারিশ করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে আগামী বছর থেকে প্রতি বছর জানুয়ারির ১ তারিখকে পানি সরবরাহ শুরুর নির্ধারিত টার্গেট হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও জানানো হয় যে, অত্র সমিতির আওতাধীন সেচ ব্যবস্থাপনার সকল প্রস্তুতিমূলক কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করা হয়েছে, ফলে পানি সরবরাহে কোনো কারিগরি প্রতিবন্ধকতা নেই।

সভাপতির বক্তব্যে মো. আব্দুল কাদের বলেন, “সকল সদস্যের সম্মিলিত সহযোগিতায় আমরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পানি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে চাই। কৃষকদের সুবিধা নিশ্চিত করতে মাঠপর্যায়ে আমাদের কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন দলের সহসভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক তাজের আহমেদ টিপু, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন সরকার, সম্মানিত সদস্য শাহলম মোল্লা, রুবিয়া বেগম, মো. আতাউর রহমান, হাবিবউল্লাহ দেওয়ান, দানু সরকার, খোরশেদ আলম, ওয়াদুদ সরকার, মজিবুর রহমান সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভা শেষে এলাকার শান্তি, সমৃদ্ধি ও কৃষকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here