প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুরের মতলব উত্তর থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানে ০৬ কেজি গাঁজাসহ এক কু-খ্যা-ত মা-দ-ক কারবারিকে গ্রে-প্তা-র করা হয়েছে। ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ রোজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই জাফর আলী ও সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
অভিযানে মতলব উত্তর থানাধীন বেলতলী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মোঃ দেলোওয়ার হোসেন প্রকাশ দেলু (৩৮) নামক এক ব্যক্তিকে ০৬ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রে-প্তা-র করা হয়। গ্রেপ্তারকৃত দেলোওয়ার হোসেনের পিতা মৃত কবির হোসেন ও মাতা শাহেনা বেগম। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার রামচন্দ্রপুর, বাল্লাক (কুদ্দুস সর্দার বাড়ি), ০৪ নং শশীদল ইউনিয়নে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মতলব উত্তর থানা সূত্র আরও জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





