প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর উপজেলা প্রতিনিধি:- চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। উপজেলার রায়েরকান্দি গ্রামে কাঠমিস্ত্রি লোকমান হোসেন ভুইয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে গোয়ালঘরে সিঁকল দিয়ে বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় টানা ৪ দিন ৩ রাত অমানুষিক নির্যাতন করেছে গজারিয়া উপজেলার প্রভাবশালী মাসুদ হোসেন নামের এক ব্যক্তি। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করার পর মতলব উত্তর থানা পুলিশ লোকমান হোসেনকে উদ্ধার এবং অভিযুক্ত আরিফ হোসেনকে গ্রেফতার করেন।
জানা গেছে, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কথিত নৌ ডাকাত সদস্য নয়ন-পিয়াসের বোন জামাই পরিচয় দিয়ে মাসুদ হোসেন মতলব উত্তর উপজেলার রায়েরকান্দি বাড়ি করে বসবাস করেন। এই এলাকায় থাকাবস্থায় তিনি অবৈধভাবে ধনাগোদা নদীতে জাঁগ তৈরি করে মাছ চাষ করছেন দীর্ঘদিন ধরে। সম্প্রতি ওই জাঁগে বিষ দিয়ে মাছ মারার সন্দেহে কাঠমিস্ত্রি লোকমান হোসেকে গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে মধ্যযুগীয় কায়দায় বাড়ি থেকে তুলে এনে গোয়াল ঘরে রেখে নির্যাতন করে এবং বলে দোষ স্বীকার কর, তাহলে ছেড়ে দিব। পরে লোকমানের মা জাহানারা বেগম ওই বাড়িতে গিয়ে লোকমানকে ছাড়িয়ে আনতে গেলে ৫ লাখ টাকা দাবি করে মাসুদ।
কোন উপায়ন্তর না পেয়ে লোকমানের মা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করেন। এটি একটি জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ বলে মনে করেন সুশীল ব্যক্তিরা। কাঠমিস্ত্রি লোকমান বলেন, আমি গরীব মানুষ। কাঠমিস্ত্রি কাম করি আর খাই। কারো কোন ঝামেলায় আমি নাই। কিন্তু আরিক আমাকে হাতে পায়ে বেঁধে বাড়ি থেকে তুলে এনে গরুঘরে রেখে অনেক মারধর করেছে আর বলেছে আমি যেন বলি আমি তার জাঁগ ভাংছি। কিন্তু আমি এ ব্যাপারে কিছুই জানি না।
মতলব উত্তর থানার এসআই সুমন চন্দ্র দাস বলেন, লোকমানকে অমানুষিকভাবে সিঁকল দিয়ে হাতে পায়ে বেঁধে রেখে মারধর করা হয়। প্রায় ৪ দিন ধরে তার উপর এই নির্যাতন চালানো হয়েছে। পরে তার মা থানায় ইনফর্ম করলে আমরা গিয়ে লোকমানকে উদ্ধার করি এবং মাসুদ কে গ্রেফতার করি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





