প্রেসনিউজ২৪ডটকমঃ ষ্টাফ রিপোর্টার:-খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানে অত্যান্ত ঝাঁকজমকপূর্ণ আয়োজনে মতলব উত্তর উপজেলার ঘাসিরচর কিশোর কাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৫ এর সিজন-১ মেঘা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবসে মঙ্গলবার বিকালে ঘাসির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়।
টূর্ণামেন্ট আয়োজন করে ঘাসিরচর প্রবাসী ও যবুসমাজ। ফাইনাল খেলায় সুপার সেভেন বনাম ইয়াং ষ্টার একাদশ অংশগ্রহন করে। ৬০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৫-৬ গোলের ব্যবধানে সুপার সেভেনকে হারিয়ে ইয়াং ষ্টার দল চ্যাম্পিয়ন হয়। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা সরকার (মন্টু)। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মুজাফফর হোসেন মাস্টারের পক্ষে খেলা উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাশেদুল হাসান (চাঁদ)।
খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রুবেল। হাজার হাজার দর্শকস্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। উক্ত খেলাটি আয়োজন করে মানুষের মধ্যে বিনোদন সৃষ্টি করতে পেরে বেশ আনন্দিত ও গর্বিতবোধ করছেন ঘাসিরচর গ্রামের প্রবাসী ও যুবসমাজ। উপস্থিত অতিথিবৃন্দ বলেন, মাদক সমাজের একটি অভিশাপ।
এই খেলা আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজ মাদক ও সামাজিক অপরাধ থেকে দুরে থাকবে। এধরণের সুন্দর খেলাধুলা আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।





