প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘাসিরচর গ্রামে মডেল গ্রাম গড়তে প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সোলার লাইট স্থাপন সম্পন্ন হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে গ্রামের রাস্তার মোড়, চলাচলযোগ্য গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমপূর্ণ এলাকায় এসব সোলার লাইট স্থাপন করা হয়।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামকে আদর্শ, মানবিক ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রবাসে অবস্থানরত গ্রামবাসী ও স্থানীয় যুবকদের সমন্বয়ে একাধিক সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে সোলার লাইট স্থাপন, খেলাধুলার মানোন্নয়ন, মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে গ্রামে থাকা বৃহৎ মাঠ সংস্কার, বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।
সোলার লাইট স্থাপনের ফলে রাতে গ্রামবাসীর চলাচল আরও নিরাপদ হবে বলে আশা করছেন স্থানীয়রা। এদিকে, এসব উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আগামী ১৬ ডিসেম্বর ঘাসিরচর কিশোর কাপ–২০২৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। আয়োজকরা জানিয়েছেন, জাতীয় দিবসকে কেন্দ্র করে ফাইনাল ম্যাচটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রবাসী ও যুবসমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী। তারা গ্রাম উন্নয়নের এই ধারাবাহিক কর্মকাণ্ডে সকলে মিলে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।





