মতলব উত্তর থানায় নতুন ওসি কামরুল হাসানের যোগদান

0
মতলব উত্তর থানায় নতুন ওসি কামরুল হাসানের যোগদান

প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুরের মতলব উত্তর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. কামরুল হাসান দায়িত্ব গ্রহণ করেছেন। বদলি জনিত কারণে বিদায়ী ওসি মো. রবিউল হকের স্থলাভিষিক্ত হয়ে তিনি সোমবার রাতে নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি শরিয়তপুরের ভেদরগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৩ সালে উপ-পরিদর্শক (শিক্ষানবিশ) হিসেবে মাদারীপুরের শিবচর থানায় যোগদানের পর বিভিন্ন স্থানে পেশাগত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর নতুন ওসি কামরুল হাসান থানার দায়িত্বরতদের সাথে মতবিনিময় এবং শ্রীরায়েরচরসহ গুরুত্বপূর্ণ স্পট পরিদর্শণ করেন।

তিনি মতলব উত্তর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। ওসি কামরুল বলেন, অপরাধীদের কোন ছাড় নেই আর আইনের প্রতি শ্রদ্ধাশীল মতলব উত্তরের প্রত্যেক মানুষকে আমার মাথার মুকুট করে রাখতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here