প্রেসনিউজ২৪ডটকম: মোঃ নাজমুল হক প্রধান : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১ টায় মতলব উত্তর উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জনাব মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার । এ সভায় প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম কর্মী, সামাজিক-ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রশাসনের পক্ষ থেকে সরকার ঘোষিত কর্মসূচি, নির্দেশনা ও দিবসটি পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা পড়ে শোনানো হয়। পরে উপস্থিত সবাই মুক্ত আলোচনা করে স্থানীয় কর্মসূচি কীভাবে বাস্তবায়ন করা হবে, কোথায় কোন আনুষ্ঠানিকতা হবে, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনাসভা কিভাবে পরিচালিত হবে—এসব বিষয়ে মতামত দেন।
আলোচনার ভিত্তিতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় একই সঙ্গে আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫-এর কর্মসূচি নিয়েও সংক্ষিপ্ত আলোচনা ও পরিকল্পনা প্রণয়ন করা হয়।সুশাসন, মুক্তিযুদ্ধের চেতনা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। সভা শেষে মতলব উত্তর প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।





