ভূমি সেবায় বিশেষ অবদানে শ্রেষ্ঠ কর্মকর্তা মতলবের কামরুজ্জামান

0
ভূমি সেবায় বিশেষ অবদানে শ্রেষ্ঠ কর্মকর্তা মতলবের কামরুজ্জামান

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর প্রতিনিধি : ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জনাব কামরুজ্জামান। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান।

​গত ২৪ নভেম্বর, ২০২৫, সোমবার রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন। ভূমি সেবায় বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা, জনাব মো: আলী ইমাম মজুমদার মহোদয়, প্রধান অতিথি হিসেবে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

​জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণে দৃষ্টান্ত স্থাপন​ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, দেশব্যাপী ডিজিটাল ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রাণালয় কর্তৃক মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা নিয়মিত মূল্যায়ন করা হয়। চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তাদের মধ্যে ই-নামজারি দ্রুত সম্পন্ন করা, ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমি সংক্রান্ত জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ কর্মদক্ষতা প্রদর্শন করায় কামরুজ্জামান-কে শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত করা হয়। ​

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার মহোদয় বলেন,​”জনগণের দোরগোড়ায় হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে ডিজিটাল উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। এই উদ্যোগ সফল করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উন্নত মানসিকতা ও নিষ্ঠা অপরিহার্য।”​এ সময় তিনি নতুন উদ্ভাবিত অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১ এবং ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ‘ভূমি’-এর উদ্বোধন করেন।

​সাফল্যের অনুভূতি ​পুরস্কার গ্রহণ শেষে কামরুজ্জামান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই সম্মাননা আমার পেশাগত জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন এবং আমার কাজের স্বীকৃতি। ভূমি মন্ত্রণালয় এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞ। জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও দ্রুত ভূমি সেবা পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য।”​

উক্ত অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ-এর সভাপতিত্বে ভূমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জনাব কামরুজ্জামান-এর এই অর্জন চাঁদপুরের মতলব উত্তর উপজেলাসহ সমগ্র চট্টগ্রাম বিভাগের জন্য একটি গৌরবময় বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here