মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

0
মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি মান্নান, সম্পাদক মায়া’জ, সাংগঠনিক সম্পাদক শামীম

প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ‘ডিজিটাল সাংবাদিকতার পথিকৃৎ’ স্লোগানকে সামনে রেখে মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের ২০২৫–২৭ মেয়াদের দ্বিতীয় কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকালে ছেংগারচর বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন।

নবগঠিত ১৭ সদস্য কমিটির সভাপতি আব্দুল মান্নান (দৈনিক বাংলাদেশ সমাচার), সিনিয়র সহ-সভাপতি মো. মাহফুজুর রহমান (সময়ের কণ্ঠস্বর, মতলব টুডে), সহ-সভাপতি মোহাম্মদ দৌলত হোসেন আবির (স্বদেশ টিভি), সাধারণ সম্পাদক তানজিমুল হাসান মায়াজ (টুডে টাইমস), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাজমুল হক (দৈনিক যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. শামীম মিয়াজী (দৈনিক ডেসটিনি, দৈনিক চাঁদপুর দিগন্ত) সহ-সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান (দৈনিক বাংলার অধিকার), প্রচার সম্পাদক মো. রাজিব সৈয়াল (প্রেস নিউজ টুয়েন্টিফোর ডটকম), দপ্তর সম্পাদক গাজী মোঃ এমদাদুল হক মানিক (দৈনিক প্রিয় চাঁদপুর,এসটিভি ৫২), ধর্ম বিষয়ক সম্পাদক মো. আফজাল খান (চাঁদপুর নিউজ টিভি), অর্থ বিষয়ক সম্পাদক তানজির আহমেদ তফাদার (সানি) (নাগরিক এক্সপ্রেস ডটকম), তথ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আবু হানিফ মিলন (মতলব বার্তা)।

কার্যকরী সদস্যরা হলেন- আবুল মনসুর আব্দুল হালিম, আশেক মাহমুদ সংগ্রাম, শফিকুল ইসলাম, জাহিদ হাসান ও মো. মাহফুজ আলম। নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, “ডিজিটাল সাংবাদিকতার নতুন ধারা তৈরি করা এবং জনস্বার্থমূলক সংবাদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাঠকের আস্থায় শীর্ষে উঠাই আমাদের লক্ষ্য।” বক্তারা বলেন, বিশ্বের দ্রুতগতির প্রযুক্তি বিপ্লবে তথ্য-প্রবাহের ধরন বদলে গেছে।

অনলাইন গণমাধ্যম আজ মুহূর্তেই খবর পৌঁছে দিচ্ছে পাঠকের কাছে। সেই ধারাকে অনুসরণ করে মতলব উত্তর অনলাইন প্রেসক্লাব বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দ্রুত সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে চায়। তারা আরও বলেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম এখন প্রযুক্তিনির্ভর। অনলাইন প্ল্যাটফর্মে মুহূর্তেই খবর পৌঁছে দেওয়ার এই যুগে তরুণ সাংবাদিকদের এই সংগঠন ইতোমধ্যেই সকলের কাছে পরিচিত হয়ে উঠেছে।

উল্লেখ্য, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর একঝাঁক তরুণ সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করে মতলব উত্তর অনলাইন প্রেসক্লাব। সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান মায়া’জ এবং সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানের নেতৃত্বে প্রাথমিকভাবে ১৮ সদস্যের সক্রিয় দল সংগঠনটির প্রতিষ্ঠাকালীন ভিত্তি গড়ে তোলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here