মতলব উত্তরে মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0
মতলব উত্তরে মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতেই রবিবার (২রা নভেম্বর) উপজেলার মোহনপুর, ষাটনল ও কালিপুর বালুমহালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা করেছেন।

অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। এ অভিযানে সহযোগিতা করে মোহনপুর নৌপুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। মোহনপুর, ষাটনল ও কালিপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২টি ড্রেজার ও ২টি বাল্কহেড’সহ ৬ জনকে আটক করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ (সংশোধিত-২০২৩) এর ১৫(১) ধারায় একটি ড্রেজার ও বাল্কহেডের তিন জনকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অবশিষ্ট একটি ড্রেজার ও বাল্কহেড’সহ ৩ জনকে নিয়মিত মামলা প্রদানের নিমিত্ত নৌ-পুলিশের হেফাজতে প্রেরণ করা হয় বলে জানান মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ বলেন, মতলব উত্তর উপজেলার মোহনপুর , কালিপুর ও ষাটনল এলাকার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ ভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here