মতলব উত্তরে হানিরপাড় মিনি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

0
মতলব উত্তরে হানিরপাড় মিনি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর উপজেলার হানিরপাড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত হানিরপাড় মিনি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহন করে পূর্ব হানিরপাড় আদর্শ ক্লাব ও নয়াবাড়ি স্পোর্টিং ক্লাব। ৩-২ গোলে পূর্ব হানিরপাড় আদর্শ ক্লাবকে হারিয়ে নয়াবাড়ি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

খেলা উদ্বোধন করেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, কলাকান্দা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন।

কলাকান্দা ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগরের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে ছিলেন কলাকান্দা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান। এসময় হানিরপাড় গ্রামের যুব সমাজের ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here