মতলব উত্তরে অশালীন অঙ্গভঙ্গিকারী নিরবকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

0
মতলব উত্তরে অশালীন অঙ্গভঙ্গিকারী নিরবকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর প্রতিনিধি ঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নতুন বাজারে মেলায় অশালীন অঙ্গভঙ্গি করে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করায় যুবক নিরবকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রজনতা।

শনিবার ৩০ আগস্ট বিকালে মতলব উত্তর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহবুব সরকার, উপজেলা ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি বিএম মাহফুজ, উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি মোঃ সুমন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নারীরা হলেন সম্মানের পাত্র। তাদেরকে সম্মান করতে হবে। কিন্তু সম্প্রতি দেখা গেছে নতুন বাজারে একটি মেলায় অশালীন অঙ্গ ভঙ্গি করে নিরব নামে এক যুবক তার বন্ধু মিলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে। যা সম্পুর্ণ ইসলাম ও সমাজবিরোধী কুরুচিপূর্ণ অপকর্ম। তাই দ্রুত ওই নিরব ও তার বন্ধুকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here