মতলব উত্তর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন অসুস্থ, সিএমএস হাসপাতালে ভর্তি

0
মতলব উত্তর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন অসুস্থ, সিএমএস হাসপাতালে ভর্তি

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন বাদশার পিতা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, নৌ কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন বকাউল অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে রাজধানীর মিরপুর এলাকায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যদের সহায়তায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পারিবারিক সূত্র জানায়, অসুস্থতার কারণে তিনি কিছুদিন ধরেই শারীরিকভাবে দুর্বল ছিলেন। হঠাৎ অবস্থার অবনতি ঘটলে পরিবারের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে আসা হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকরা প্রয়োজনীয় সব চিকিৎসা দিচ্ছেন এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সাংবাদিক জাকির হোসেন বাদশা তার পিতার দ্রুত রোগমুক্তি কামনায় আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও মতলব উত্তরবাসীসহ দেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, আমার পিতার দীর্ঘদিনের দেশসেবা, মুক্তিযুদ্ধে অবদান ও দেশপ্রেমের মতোই তিনি সবার ভালোবাসায় বেঁচে আছেন। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন, এই দোয়া কামনা করছি।

উল্লেখ্য, মো. মনির হোসেন বকাউল একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য হিসেবে দীর্ঘ সময় দেশসেবায় নিয়োজিত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো হিসেবে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন। অবসরের পর তিনি সামাজিক কর্মকাণ্ড ও দেশপ্রেমিক মূল্যবোধ প্রচারে নিজেকে নিয়োজিত রাখেন। তার অসুস্থতার খবরে এলাকাবাসী, সহযোদ্ধা মুক্তিযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সবাই তার সুস্থতা কামনায় প্রার্থনা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here