মতলব উত্তরে শহীদ রাব্বী-পারভেজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0
মতলব উত্তরে শহীদ রাব্বী-পারভেজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত বলেন, ক্রিকেটের মাধ্যমেই বিশ্বের দরবারে বাংলাদেশ আজ পরিচিত মুখ। একমাত্র খেলাধুলা দেশের মানুষকে একত্রিত করতে পারে। গ্রামগঞ্জের ছেলেরা কঠোর পরিশ্রম করে একদিন জাতীয় দলে জায়গা করে নিচ্ছে।

ক্রিকেট ও অন্যান্য খেলাধুলায় এগিয়ে নিতে হলে গ্রামের খেলোয়াড়দের আরও সুযোগ সৃষ্টি করতে হবে।
শুক্রবার (১ আগষ্ট) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুলাই স্মৃতি স্মরণে শহীদ রাব্বী-পারবেজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

তিনি বলেন, যুব সমাজকে সুস্থধারার খেলাধুলার দিকে এগিয়ে নিতে হবে। খেলাধুলার মাধ্যমেই সমাজ থেকে মাদকসহ বিভিন্ন অপসংস্কৃতি দূর করা সম্ভব। ধনাগোদা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজের দাতা মো. তৈফিক ইমাম খান টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম। রাজনীতিবিদ মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ রাব্বির পিতা মো. বাবুল পাটোয়ারী ও শহীদ পারভেজের পিতা মো. সবুজ বেপারী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে পূর্ব লালপুর ক্রীড়া সংঘ ও ধনাগোদা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফোরাম ক্রিকেট দল। তবে বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং উভয় দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেন আয়োজকরা। এভাবেই শহীদ রাব্বী-পারবেজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট স্মরণীয় হয়ে থাকলো খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here