মতলব উত্তরে বিএনপি নেতা মজিবুর রহমানের মায়ের ইন্তেকাল

0
মতলব উত্তরে বিএনপি নেতা মজিবুর রহমানের মায়ের ইন্তেকাল

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমানের মমতাময়ী মা গোলাপি বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর রাত ৪টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা গোলাপি বেগমের স্বামী নাম ছিল আ. কাদির বেপারী। বৃহস্পতিবার বাদ জোহর দশানী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে দশানী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজা নামাজে রাজনৈতিক, সামাজিক ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here