প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট দুর্গাপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আপন ভাতিজা ও তার স্ত্রীর হামলায় গুরুতর আহত হয়েছেন এক আব্দুল মালেক (৭০) নামে বৃদ্ধ। এ ঘটনায় তার ছেলে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত ব্যক্তি আ. মালেক (৭০) অভিযোগে বলেন, আমাদের মধ্যে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ স্থানীয় শালিশদার ও সার্ভেয়ারের মাধ্যমে মাপজোখ করে সমঝোতা করা হয়। এরপরও আমার আপন ভাতিজা নূর আলম ও তার স্ত্রী আমেনা বেগম ক্ষুব্ধ ছিল। তিনি বলেন, মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বের হলে, পেছন দিক থেকে আমার ভাতিজা ও তার স্ত্রী লাঠি দিয়ে মাথায় আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়ি। এরপরও তারা পিটিয়ে আহত করে।
আমি প্রাণ ভিক্ষা চাই। পরে আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মো. জাহিদুল ইসলাম মতলব উত্তর থানায় অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, আমার বাবা-মা বাড়িতে একা বসবাস করেন। আমরা অন্য ভাইরা চাকরি ও ব্যবসার কারণে ঢাকায় থাকি। অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে নিয়ে ধারালো অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে হামলা চালায়।
এমনকি শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টাও করে।অভিযোগের প্রেক্ষিতে বিবাদীপক্ষ নূর আলম বলেন, আমাদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল ঠিকই, তবে আমরা হামলা করিনি। ঘটনার বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে আহত আ. মালেক মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের দাবি, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।





