প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃচাঁদপুর মতলব-বাবুরহাট পেন্নাই সড়কে দূর্ঘটনা রোধে দূরপাল্লার (বাবুরহাট-ঢাকা-বাবুরহাট) যাত্রীবাহী বাসে অভিযান চালিয়েছেন ছাত্র জনতা। ফিটনেস বিহীন বাস, অদক্ষ চালক, হেলপার দিয়ে বাস চালানোর কারনে গত এক সপ্তাহে বাস চাপায় সিএনজি চালক,যাত্রী ও মোটরসাইকেল আরোহীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ৪ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।মতলবের সড়কটিতে দিন দিন মৃত্যুর মিছিল বেড়েই চলছে।
জৈনপুর পরিবহন, জৈনপুর এক্সপ্রেস ও মতলব এক্সপ্রেস বাস, বাসের ড্রাইভার ও হেলপার নিয়ে গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক সমালোচনা করেন বিভিন্ন ব্যক্তিবর্গ।এসব দূর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য ভুক্তভোগী এলাকাবাসী এবং ছাত্র জনতা সম্মিলিতভাবে রবিবার (১৫ জুন) সকাল থেকে মতলব পানির ট্যাংকি মোড়ে দূরপাল্লার ওইসব বাসগুলোতে অভিযান চালায়।
অভিযানে অংশগ্রহণকারী ছাত্র মোঃ হেলাল বলেন, হেলপার ও অদক্ষ চালক দিয়ে বেপরোয়া হয়ে চলাচলের কারণে মতলব বাবুরহাট পেন্নাই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা এবং প্রাণহানির সংখ্যাও বাড়ছে। তাই জনসচেতনতা সৃষ্টি করতে আমরা ছাত্র-জনতা এবং ভুক্তভোগী এলাকাবাসী বাবুরহাট-মতলব ও ঢাকাগামী যাত্রীবাহী বাসে অভিযান চালাই। বাসগুলোর ফিটনেস ও লাইসেন্স আছে কি- না এবং হেলপার ও অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ী চালানো হচ্ছে কি-না তা খতিয়ে দেখছি।
এছাড়া যাত্রীদের কাছ থেকে যেন বাস ভাড়া যেন অতিরিক্ত নেয়া না হয় সে ব্যপারেও সতর্ক করে দেয়া হয়। একটি জৈনপুর এক্সপ্রেস বাসে হেলপার দিয়ে চালানোর কারনে বাসটি আটকে দেয়া হয় এবং যাত্রীদেরকে আরেকটি বাসে উঠিয়ে দেয়া হয়।তাদের এ উদ্যেগকে স্বাগত জানিয়েছেন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সুধীজন।এসময় উপস্থিত ছিলেন ছাত্র রনি,শান্ত, জহির, গোফরান মীর্জা,আরিফ মৃধা,উদয়,রোমান,আব্দুল্লাহসহ অনেকে।





