মতলব উত্তরে ভূমি মেলা উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

0
মতলব উত্তরে ভূমি মেলা উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

প্রেসনিউজ২৪ডটকমঃ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি, এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভূমি মেলা ২০২৫ উদযাপন হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত ভূমি মেলা চলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, সেবা গ্রহীতা বাবলু মেম্বার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ভূমি অনলাইন সেবায় সম্পূর্ণ দূর্নীতি মুক্ত কার্যক্রম। তাই সবাই ঘরে বসে অনলাইনে ভূমি সেবা গ্রহণ করবেন। নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here