প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে পানির গর্তে পরে শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওই শিশুর নাম ইয়াসিন। বয়স ১৬ মাস। সে ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামের বিল্লাল হোসেন মুন্সির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ঝিনাইয়া গ্রামের বিল্লাল হোসেন মুন্সি নতুন বিল্ডিং করার জন্য পাশে গর্ত করেছে। ওই গর্তে বৃষ্টির পানি আটকে রয়েছে।
২০ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় সকলের অজান্তে ওই শিশুটি পানিতে ডুবে যায়। তার দাদি মনোয়ারা বেগম দেখে ডোবা থেকে শিশুকে ওঠায়। পরে চিকিৎসার জন্য মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।
শিশুর দাদী মনোয়ারা বেগম বলেন,আমার ছেলে নতুন বিল্ডিং করার জন্য মাটির গর্ত করেছে।ওই গর্তে বৃষ্টির পানি আটকে ছিলো।আমার নাতি খেলা করার সময় হঠাৎ পানির গর্তে ডুবে যায়। পরে তাকে চিকিৎসার জন্য মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক জানান, ছোট ঝিনাইয়া গ্রামে শিশু পানির গর্তে পরে মারা গেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।





