প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর:মতলব উত্তরে গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।ওই কিশোরের নাম ফাহিম (১৮)।সে মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর ফতেপুর তিন ঘরিয়া কান্দির জাহাঙ্গীর চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ মে সোমবার রাতে ফাহিম ঘুমানোর আগে পিতার কাছে মোটরসাইকেল কিনে দিতে চাপ দেয়। তাঁর পিতা মোটরসাইকেল কিনে দিতে পারবে না বলে জানায়। এতে পিতার সাথে অভিমান করে রাতের কোনো এক সময় সিলিং সাথে গামছা প্যাচ দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক জানান, মামলা দায়ের প্রস্তুতি চলছে।লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।





