মতলব উত্তরে ৫০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
মতলব উত্তরে ৫০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ।চাঁদপুরের মতলব উপজেলায় ৫শ’৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল আমিন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন (২২) কুমিল্লা জেলার কোতোয়ালী থানার ধর্মপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

শনিবার (১২ এপ্রিল) বিকেল আড়াইটায় মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের বাংলাবাজার দুলাল মেম্বারের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ৫০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ এপ্রিল) বিকেল আড়াইটায় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হকের দিক-নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) একেএম ইউনুছ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ দেলোয়ার হোসেন,এএসআইমোঃ মনির হোসাইন, এএসআই মোঃ জহিরুল ইসলাম খন্দকারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের বাংলাবাজার দুলাল মেম্বারের দোকানের সামনে অভিযান চালায়।

এসময় মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন (২২)কে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত মোঃ আল আমিনের নিকট থেকে পুলিশ ৫০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো ট্রলারেন্স। মতলব উত্তর থানাকে মাদকমুক্ত রাখার জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here